এবেলা হল এবিপি গ্রুপের একটি দৈনিক সংবাদপত্র। ২০১২ সাল থেকে এই সংবাদপত্রটি প্রকাশিত হচ্ছে। সংবাদ, মতামত এবং বিনোদনের নিখুঁত মিশেল অল্পদিনের মধ্যেই এই ট্যাবলয়েড সংবাদপত্রকে জনপ্রিয় করে তুলেছে। এই সংবাদপত্র প্রত্যেকের 'আমি আমার মতো' সত্ত্বাকে সম্মান করে।
৩২ পাতার সংবাদপত্র এবেলা'য় আপনার পরিবারের সকলের জন্য কোনও না কোনও তথ্য থাকেই। রাজনীতি থেকে খেলার খবর, টলিউড থেকে হলিউড, গ্রাফিক নভেল, অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা ধাঁচের সংখ্যাতত্ত্ব ও আবহাওয়ার খবর, ফ্যাশন টিপ্স, রান্না থেকে রূপচর্চা সব দিকের জাতীয় ও আন্তর্জাতিক খবর দিয়ে থাকে এবেলা। সকালে দ্রুত খবরের আপডেট দেওয়ার জন্য এবেলা'র পাতায় প্রতিদিন ৫০-৬০টি টুকিটাকি খবর থাকে। ৮ পাতার খেলা বিভাগে ক্রিকেট, ফুটবল, ফর্মুলা ১, টেনিস, গল্ফ, দাবা-সহ সমস্ত রকম খেলার খবর থাকে। এবেলা'ই একমাত্র সংবাদপত্র যা খেলার খবরের জন্য গ্রাফিক ইলাস্ট্রেশন ব্যবহার করে। এবেলা'য় অনেক বিশিষ্ট ব্যক্তির কলাম প্রকাশিত হয়। সচিন তেন্ডুলকরের অবসরের সময় ব্রায়ান লারা, ওয়াসিম আক্রম, মহম্মদ আজহারউদ্দিন-এর এক্সক্লুসিভ লেখা প্রকাশিত হয়েছিল এবেলা'র পাতায়। শুধু তাই নয়, ব্রেকিং নিউজ দেওয়ার ক্ষেত্রেও এবেলা অন্যান্য সংবাদপত্রের থেকে এগিয়ে। ক্রিকেটে ম্যাচফিক্সিং-এ আজহারউদ্দিনের যুক্ত থাকা নিয়ে সিবিআই-এর বিস্ফোরক রিপোর্টের খবর প্রথম ব্রেক করে এবেলা'ই।
১২ পাতার পুল আউট বিভাগ ওবেলা'য় টলি-বলি-হলি বিনোদনের সবরকম গসিপ চলে আসে আপনার হাতের মুঠোয়। শাহরুখ থেকে সানি লিওন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে কোয়েল মল্লিক - আপনার প্রিয় তারকাদের সব খবর পেয়ে যাবেন ওবেলা'র পাতায়। ওবেলা'র অন্য বিভাগগুলিতে খাবার ও রেস্টুরেন্ট, উৎসব-অনুষ্ঠান, গ্যাজেট, ফ্যাশন, রূপচর্চা, স্বাস্থ্য-সহ নানা বিষয়ে খুঁটিনাটি খবর থাকে। শাহরুখ খান, রণবীর কপূর, করিনা কপূর, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আশা ভোঁসলে, প্রিয়ঙ্কা চোপড়া, কোয়েল মল্লিক-সহ বিশিষ্ট তারকাদের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ওবেলা'য়।
প্রতিদিন এবেলা হাজার হাজার পাঠকের ভালবাসা পাচ্ছে। আপনিও এই বৃহৎ পরিবারের অংশ হন।